বিষাদের টুকরো মেঘ
আবেগাপ্লুত কামনায়,
ঝরবে বৃষ্টি অঝোরে
নিবিড়ের নিস্তব্ধতায়।
নিঃসঙ্গ নিঃশ্বাসের মায়াজালে
ফ্যাকাশে জোৎস্না,
নিশীথ রাতে বাজছে
বিরহের বাজনা।
সন্ধ্যা হারিয়ে যায়
ভাস্কর্যের কল্পনায়,
মধ্যরাতের মৃদু বাতাস
শেষ দৃশ্যের বাস্তবতায়।
অবান্তর প্রশ্নে অবিরত
উত্তেজিত কবি,
স্মৃতির অমলিন মূহুর্তে
অকল্প ছায়াছবি।
তুমি শুধু খোঁজো
নিবীড় আশায়,
শিশিরভেজা আনমনা আকাঙ্ক্ষায়।
নীরব নির্জন হৈমন্তীর জানালায়,
পৌঁছাবো ঠিক অন্তঃস্থ ব্যাকুলতায়।
- বাপ্টু চক্রবর্তী