তোমাকে চাই।
শুধু তোমাকেই চাই।।
কারণে অকারণে
তোমাকে চাই।
নিষেধে বারনে
তোমাকে চাই।।
নিয়মে অনিয়মে
তোমাকে চাই।
দহন ও ধারনে
তোমাকেই চাই।।
তোমাকে চাই।
শুধু তোমাকেই চাই।।
শান্ত দুপুরে আমি
তোমাকে চাই।
ক্লান্ত বিকেল বেলায়
তোমাকে চাই।।
নিঝুম রাতে আমি
তোমাকে চাই।
তারা গুনা বৃথা খেলায়
তোমাকে চাই।।
তোমাকে চাই।
শুধু তোমাকেই চাই।।
ব্যাস্ত ভীড়ের মাঝে
তোমাকে চাই।
বিষন্নতার অভিযোগে
তোমাকে চাই।।
রামধনুর রঙে রাঙ্গা
তোমাকে চাই।
শ্রাবণের বৃষ্টি ভেজায়
তোমাকে চাই।।
তোমাকে চাই।
শুধু তোমাকেই চাই।।
অপ্রকাশিত কবিতাতে
তোমাকে চাই।
রূপকথার গল্পতে
তোমাকে চাই।।
ছন্দবিহীন সুরের সাজে
তোমাকে চাই।
মনে পরা স্মৃতির ভাঁজে
তোমাকে চাই।।
তোমাকে চাই।
শুধু তোমাকেই চাই।।
রৌদ্রের উষ্ণতায়
তোমাকে চাই।
ছায়ার আড়ালেতে
তোমাকে চাই।।
চাঁদের শীতলতায়
তোমাকে চাই।
বিভোর ঘুমেতেও আমি
তোমাকে চাই।।
তোমাকে চাই।
শুধু তোমাকেই চাই।।