ক্ষত বারংবার ক্ষুধার্ত
স্বার্থপর সমাজে,
বিবাদী আড়ম্বে যত
বহুমুখী সাজে।
আক্রান্ত পরিতাপে অহেতুক
দ্বিধান্বিত অবেলায়,
অদূর ভবিষ্যতের উদ্বেগী
ক্লান্ত বোঝাপড়ায়।
আবছায়া নির্জনতায় বেখবর
উন্মেষী সভ্যতায়,
উন্নতি প্রতিক্রিয়ার স্বর
দুর্ভিক্ষ কোথায়।
বিদ্ধংসী বরুদের দহনে
ঘুচাবে অন্ধকার,
প্রজন্মিত হাসি মুখগুলো
ফিরবে আবার।
অব্যর্থ মৃত্যুর ধোঁয়াশায়
প্রতয়ী আসন্ন,
প্রাপ্তির ছায়াতলে জড়ায়
মনবলের আচ্ছিন্ন।