কাগজের বানানো নৌকাটি
আজও প্রাণবন্ত,
মাঝির গানের ছন্দগুলো
লাগছে জলজ্যান্ত।
শুনেছি সূর্যাস্ত দেখতে
খুব সুন্দর,
বিকেলের বাতাসে ভাসতে
চাইছে অন্তর।
মেঘলা আকাশের আবেগ মাখা
বৃষ্টি পড়ছে যখন প্রশ্ন হয়ে,
ছাতা নেই ঢাকার মতন
মাথায় কিছু রাখার মতন
ভিজেছি উত্তরের ভয়ে।
ও আমার মাঝি ভাই,
দিশাহীন হয়ে যাই;
কত দূর আর কতক্ষন
কূলকিনারা কোথায় পাই।
আপন মনে গাইছে মাঝি
অতীতের কথা বলে,
সতীন তুমি ভালো থেকো
প্রাণনাথের কথা ভুলে।