আকাশের পানে চেয়ে
অপেক্ষায় ছিলাম,
আবেগে আপ্লুত হয়ে
প্রতিক্ষায় ছিলাম।

বসন্ত তুমি আসবে বলে,
উৎসবে আবার মাতবো বলে।

কিন্তু বসন্ত এলে না,
কোকিলেরাও কুহু কুহু
শুনালো না।

নাকি তুমি এসেছিলে,
শহরের ব্যস্ত ভিরে
আমাকে ডেকেছিলে।
হয়তো শুনিনি কল-কারখানার
উদ্ভাসিত কলরবে,
দেখতে পারিনি যানবাহনের
আলোড়নের বেহিসাবে।

বসন্ত তুমি আসবে তো?
তোমার রঙে তাকে
রাঙ্গাতে পারবো তো?