যদি ভন্ড নেতা আসে
যতই ডাকুক যাবে না কেউ
নেতার আশেপাশে,
আম জনতা কাঁদলে সেতো
খিলখিলিয়ে হাসে,
ভোটে তো আর হয়নি নেতা
হয়েছে নেতা ক্যাশে।
-
যদি ভন্ড নেতা বলে
ভুল করেও যোগ দেবে না
দুষ্ট নেতার দলে,
শোষক সেতো লোভ দেখাবে
টাকা ভর্তি থলে,
নিজের ভালো পুষিয়ে নেবে
কিছু দেবার ছলে।
-
যদি সে ভন্ড নেতা চায়
সোজা কথা বলবে মুখে
তোমরা অসহায়,
মনে রেখো নেতা কিন্তু
রক্ত চুষে খায়,
খেয়ে ক্ষ্যান্ত হয় না সেতো
নুন ছেটাবে ঘায়।
-
যদি ভন্ড নেতা মানে
ঘোরের মধ্যে দিও না সাড়া
ভালোবাসার টানে,
কখন দাবি মানতে হবে
জানিয়ে কোনখানে,
স্বার্থ লোভী ভন্ড নেতা
মেনে নিতে জানে।