হে তরুণ জেগে ওঠো সময় যে এসেছে মাল্লার
ভয় যত দূরে ঠেলে পাড়ি জমাতে দূর পাল্লার।
সেদিন তো বেশি দূরে নয়,
যেদিন তোমার হবে জয়।
সময়ের পাল তুলে এগোও স্রোতের প্রতিকূলে,
বৈঠা হাতে লড়ে যাও তোমার মনের অনুকূলে।
পণ করো যে তুমি পারবেই,
হতাশা যত তত হারবেই।
হে তরুণ দৃঢ় হও সংযত করো তোমার মন,
চলো সদা সত্য নিয়ে মানবিক হও প্রতিক্ষণ।
থাকবে সুখী সকলের মাঝে,
সুনাম পাবে আপন কাজে।
এখনি সময় লড়ো,কাঁধে ওঠাও জাতির ভার,
তুমি পারবে পৌঁছাতে সফলতার সকল দ্বার।