বাঙালির স্বাধীনতা-
এসেছিলে লাখো শহীদের রক্ত স্রোতে ভেসে,
মা-বোনের ইজ্জতের দামে বীরাঙ্গনার বেশে।
তুমি এসেছিলে একাত্তরে বইয়ের পাতায় লেখা,
তবে কেন মায়ের আঁচলে লেগে আছে রক্তরেখা?
বলতে পারো কেন আজও-
দিবালোকে লাঞ্ছিত বোনের কান্নার আওয়াজ শুনি,
প্রতাপশালীরা রক্তচোষা;হাটে-ঘাটে ঘোরে খুনি?
বলতে পারো কিসে ন্যায়-
কেন ঝাঁঝালো বারুদ আর পোড়া মানুষের গন্ধ,
সোনার ছেলেরা দিশেহারা-চোখে দেখে তবু অন্ধ!
সেদিনের স্বাধীনতা-
তুমি নিরবতায় আসোনি;তবুও নিরব কেন?
পাপাচারীর কালো আঁধারে ভীতু হয়ে গেছ যেন!
না,দোষ তোমার নয়-জানি কোন অভিমানে,
লুকিয়ে থেকে দিচ্ছো না ধরা,অলস রাজপুত্রের টানে।
ক্ষমা কর স্বাধীনতা -
ফিরে এসো ব্যথিত জাতিতে,দোষ যে বাঙালির নীতিতে।
@পুনরায় সম্পাদিত,2018