দূর থেকে খুব মজার মানুষ
আমায় যাবে দেখা,
কাছে যতই আসবে পাবে
আমায় ততই একা !
বৃষ্টিভেজা রাতে প্রথম
তোমার সাথে দেখা,
সেদিন থেকেই তোমার জন্য
আমার ভাললাগা।
প্রথম যখন আমার
হাতে রাখো তোমার হাত
উহ!আহ্!কী নরম,
আহা!তোমরা মেয়ের জাত!
কথাটা শুনে লজ্জায় তুমি
মাথা নিচু করে দাও হাসি,
বেহায়া আমি চিৎকার করি ভালবাসি,ভালবাসি।
এরপর থেকে দুলছে আমার
দিলকা প্রেমের শহর,
প্রতি রাতে তাই-
গুনছি আমি বৃষ্টিভেজা প্রহর।
টিপ-টপ-টিপ বৃষ্টি,
ভাবছি আমি,
"আহা খোদা! কি অপরুপ সৃষ্টি!"
বৃষ্টির লীলা-সুরে যখন
মূর্ছিত আমি হায়,
কাকভেজা তুমি তাকিয়ে আছো
দেখছো গো আমায়!
সর্বশরীর আছে ভিজে
ছড়িয়ে মমতা,
ওঠেছে ফুটে তোমার মাঝে
যৌবনের চারুলতা।
লজ্জায় তুমি ঘুরিয়ে নিলে
হাসিতে ভরা মুখ,
এই দেখে তখন আমার
বুক করছিল ধুকপুক।
আরো সামনে গেলাম যখন
তুমিও গেলে পিছে,
বললাম আমি,এসো কাছে
ভয় কেন পাও মিছে মিছে।
একটু আদর করবো না হয়-
তাতে কী হবে ক্ষতি,
শুনে তুমি পালিয়ে গেলে
বুঝলে না এক রতি।
সেদিন থেকে হারিয়ে গেলে
আসলে না আমার সাথে,
স্মৃতি এখন,হয়েছিল দেখা
বৃষ্টিভেজা রাতে।