মনের মানুষ দিলো আমায় যন্ত্রণা...
ও সে স্বপ্নে আসে
ভালোও বাসে
মনের ঘরে তার আনাগোনা
প্রেমের মানুষ দিলো আমায় যন্ত্রণা...।।
ও সে মন বাগানে ফুল তুলে যায়,
একবার ফিরে তাকায় না.....
আমি লিখলাম চিঠি তার ঠিকানায়
উত্তর সে পাঠায় না...
ওওও মনের মানুষ দিলো আমায় যন্ত্রণা।।
ও সে মাটির ময়না
ঘরে রয় না
রাখছে পুষে কোন বাসনা
মনের মানুষ দিলো আমায় যন্ত্রণা
ও প্রেমের মানুষ দিয়া গেছে যন্ত্রণা....।
ওরে ভালো যদি নাই বাসবে
কেন করলো ছলনা,
জীবনসঙ্গী হবে বলেও
সঙ্গী তো আর হলো না..
মনের মানুষ দিলো আমায় যন্ত্রণা...
প্রাণের মানুষ দিলো আমায় যন্ত্রণা।।