ওরে আমার বাউল মন
কার সমাজে থাকো তুমি
সও কেন এত জ্বালাতন;
সে দেয় না দেখা
কয় না কথা,
তবুও করো তার গুনকীর্তন
ওরে বাউল মন।।
দিব্য রয় সে আপনমনে
ক্যামনে চালায় ত্রিভুবন,
যে তারে লয় না মনে
দৃষ্টি বুঝি তারই পানে
থাকে সে কোনবা জ্ঞানে
করে নাতো আলিঙ্গন
ওরে আমার বাউল মন.......।।
পেটে নাই অন্ন দানা
করে তার আরাধনা,
কেন মন হইলি ফানা;
পরনেও ছেঁড়া ত্যানা
জড়ায়ে রাখলি তারে লালসালুতে....
গুরু লালন বলে,নই তো কারো জাতে
সৎ পথে পাই যে প্রভুর মন..
ওরে আমার বাউল মন।।