শয়নে স্বপনে
দিবসও নিশিতে;যপিনু যাহারে,
আপন পরাণে
বিঁধিয়া দিয়াছে শত ব্যথা।
কারনে অকারনে
ভুলিয়া গিয়াছে;দিয়াছিল মোরে,
নিষ্পাপ মনে
যুগলবন্দী সেদিনের সব কথা।
শয়নে নয়নের
অশ্রু বন্যায়;বালিশের বেহাল দশা,
স্বপনে তাহারে হারায়ে ফেলিয়া
তাড়ায়ে বেড়াই মশা।
দিবসে ভাবিতেই
লুটিয়া পড়ি;কর্দমাক্ত সারা গায়,
কষ্ট করিয়া চলিতেই
দেহ থাকে না সজ্ঞায়।