আমি কানা পথ চিনি না
দোষী করি কোন কানায়,
যে কানা ভাব বুঝে না
কি করে সে মন মানায়;
ওওও আমি কানা পথ চিনি না....।।
আমি কানা পথ চিনি না
কানা আমার মন,
কাছে থাকতেও পাই না খুঁজে;
যে থাকে নিরাঞ্চন!
আমি কানা পথ চিনি না
কানা আমার মন।।
কানায় কানায় অচেনা
বুঝি না কে আপন জনা;
ধরতে চাই তবু খাঁটি সোনা
না করে তার আরাধনা।
আমি কানা পথ চিনি না........।
অল্পের মাঝে গল্প খুঁজি
চলতে পাই না সোজাসোজি
কথায় কথায় ছালচাতুরি
তাই পাই না খুঁজে মহাজন
আমি কানা পথ চিনি না....
ওরে,কানা আমার অজ্ঞ মন।