মনও রে,ওরে আমার মন
সিদ্ধ জ্ঞানে যার সাধন মেলে
কোন সে সাধুজন
সে নাকি জীবনের মহাজন
ওরে আমার পাগল মন।
চোখ দিয়ে তারে যায় না দেখা
করতে হয় সাধন ভোজন;
দিল কাবায় যার নামটি লেখা
মেলে তার অমূল্য ধন।
ওরে আমার পাগল মন.....।
ওরে তার হাতে সব কলকাঠি
নাড়াতে পারে যখন তখন;
নিজের ইচ্ছায় ধার্য করে
চলে যাবে কে কখন।
ওরে আমার পাগল মন.......।
করলে তার আরাধনা
হলে তুমি মুক্ত মনা
পাবে খুঁজে খাঁটি সোনা;
পূর্ণ হবে সাধ সাধন,
ওরে আমার পাগল মন......।
সর্বখানে সে বিরাজ করে
হাতের কাছে নড়েচড়ে;
থাকে সে মনের ঘরে
তবু তারে যায় না পাওয়া
না করলে তার সুর সাধন।
ওরে আমার পাগল মন....
এ কোন সাধুজন
যে জীবনের মহাজন
ওরে আমার পাগল মন............।