নিজদেশ ছেড়ে যারা থাকে পরবাসে,
সকলের মত তারা কাঁদে আর হাসে।
জীবনের প্রয়োজনে ভিনদেশে থাকা,
কখনো যা সোজা চলে কখনোবা বাঁকা।
অনাহারে থাকে তারা বিপদের কালে,
মরণের ভয় নিয়ে বাঁধা বেড়াজালে।
হতাশায় কাটে দিন অ-সুখের শোকে,
মানবতা ভুলে যেন চুষে খায় জোঁকে।
কাঁটা পথে খুঁজে ফেরে বিদিশার দিশা,
মোড়লের বে-খেয়ালে পরপারে ভিসা!
দিনে-দিনে বেড়ে চলা এত অবনতি,
ফলাফলে শত শত জীবনের ক্ষতি।
সমাধান আয়োজনে বসে নাতো কেউ,
সাগরের বুকে ভাসে অভিবাসী ঢেউ।