সভ্য শোভিত সমাজ,অথচ নির্বাক;
দৃশ্যপটে মানবতা পঙ্গু অবশেষে,
বিবেকের ক্রন্দন সে মতি ফিরে পাক
মনুষ্যত্ব ঘোরে ফেরে ভিখারির বেশে।
অমানবিক নিষ্ঠুর জাত যায় হেসে
মনের খালে কুমির,নয় হতবাক!
অনিদ্রা,অনাহারির প্রাণ গেছে ফেঁসে;
শকুন মত্ত বিলাপে 'যাক মরে যাক'।
-
সততা বিক্রয়যোগ্য;বিক্রিত গোপনে
লোভী চোখ খুঁজে চলে অঢেল রতন
ক্ষমতা বলে নিষ্ফল,করে না যতন
অথচ,বিভোর সদা মিথ্যার স্বপনে।
যেন অশুভ আত্মার করা আয়োজন,
নির্দ্বিধায়,অন্তঃ সভ্য হওয়া প্রয়োজন।