গান গাইয়ো গান/গাইয়ো মাঝি/বাইয়ো বৈঠা/জোরে-
যেদিকেতে/সখীর বাড়ি/চাঁন আঙিনায়/ওড়ে।
ফুল বাগানে/ফুলের মধু/পাইতে ভ্রমর/আসে,
হলুদ শাড়ির/ওড়ে আঁচল/দখিণা বা/তাসে..
ওরে)গান গাইয়ো গান/গাইয়ো মাঝি/বাইয়ো বৈঠা/জোরে। -
তিলক ঠোঁটে/হাসির জোয়ার,
পায়তারা বেশ/এ মন ছোঁয়ার—
ছেলে-ছোকরা/যে রূপ পানে/বিভোর গলির/মোড়ে,
মন চাইয়ো মন/চাইয়ো মাঝি/যাইয়ো বিহান/ভোরে।
কাজল কালো/দুটি আঁখি,
চায় যেন হায়/চাতক পাখি-
কোমড়েতে/ঢেউ তুলিয়া/রোজ বিকালে/হাঁটে,
ঝুমুর ঝুমুর/সুর খেলে যায়/ইচ্ছা নদীর/ঘাটে..
ওরে)গান গাইয়ো গান/গাইয়ো মাঝি/বাইয়ো বৈঠা/জোরে।
-
দুধে আলতা/গায়ের বরণ,
মন মাঝি তোর/হলে স্মরণ-
আনমনে ফের/ভাঙবে বৈঠা/মায়াবীনির ঘোরে,
পাল ছিঁড়ে হাল/বেহাল হবে/পিরিত ঝড়ের/তোড়ে।
থাকতে বেলা/যাইয়ো মাঝি/দেখিতে ন/জরে,
ওরে)গান গাইয়ো গান/গাইয়ো মাঝি/বাইয়ো বৈঠা/জোরে।