সারারাত কান্না করে-ঘুম এলো না দুচোখে মোর,
বিরহ ব্যথায় পুড়ে -পেলাম ক্ষতের একখানা ভোর!
যে ভোরের স্বপ্নগুলো হারিয়ে গেলো তোর আকাশে,
পেলাম না আপন হতে-উড়লো যে সব ঝড় বাতাসে।
বুঝে নে,নে রে বুঝে আর কখনো হবো না তোর,
বেদনার রাত পোহাবে পাবি ক্ষতের একখানা ভোর।
তোকে রোজ বায়না করে পায় না খুঁজে আবেগগুলো,
যাতনার সব কোলাহল মাখলো যে তাই পথের ধূলো।
যে ধূলোয় রক্তমাখা-আঘাত পাওয়া ভালোবাসার,
সময়ের ভেলায় ভেসে হারালো দিন কাছে আসার!
বুঝে নে,নে রে বুঝে আর কখনো কাটবে না ঘোর,
বেদনার রাত পোহাবে পাবি ক্ষতের একখানা ভোর।
জীবনের মানে খুঁজে হারিয়ে গেছি এই নিজে রোজ,
কাকে বা পাবার আশা মিটিয়ে দিয়ে কে নেবে খোঁজ?
যে খোঁজে আদরমাখা অনুভূতির দোল খেলে যায়,
ফুলেরও পাঁপড়ি ঝরে-না পাওয়াতে মন পোড়ে হায়!
বুঝে নে,নে রে বুঝে আর কভু খোঁজ নেবো না তোর,
বেদনার রাত পোহাবে পাবি ক্ষতের একখানা ভোর।
ভুলেও ভুল করে তুই আসিস না ফের আমার ঘরে,
দেখে তুই পুড়বি খানিক-জ্বলবে আগুন তোর অন্তরে।
যে আগুন পোড়ায় দ্বিগুণ;ছাই হয়ে যায় মনটা শেষে,
পাবি না সুখ কখনো পোড়া মনে ভালোবেসে।
বুঝে নে কান্না করে জল ফুরাবে দুচোখে তোর,
বেদনার রাত পোহাবে পাবি ক্ষতের একখানা ভোর।