ও মন তুমি কাঁদছো কেন?
কোন্ বিরহে কাতর হয়ে ভাসছো জলে-
পাল ছেঁড়া এক নাওয়ের মতো।
কিসের নেশায় বিভোর তোমার ওই দুটি চোখ!
কিসের অভাব হয় অনুভব তোমার মাঝে?
বলতে পারো- পাওনি কভু রঙমহলের উষ্ণ ছোঁয়া!
খুব তো সেদিন হেসেছিলে বীরের মতো-
আকাশ পাতাল এক হওয়া সেই সুখের জোয়ার,
যা পেয়েছো তাইতো তোমার প্রাপ্য ছিলো
এখন বাকি যা আছে তা তোমার দেবার।
ও মন তুমি কাঁদছো কেন?
প্রেম প্রিয়সীর ভুবন ঘুরে কী পেলে খোঁজ-
জানতে বড় ইচ্ছে জাগে।
অবুঝ প্রেমের জোয়ার ভাটায় কী হারালে!
হাত বাড়ালে পেতে সোনা,
করতো সে রোজ আরাধনা তোমার নামে।
সেসব বুঝি স্বপ্ন ছিলো-
মিথ্যে ছিলো প্রেমে মুখর দিনগুলো সব,
মিথ্যে ছিলো মিথ্যে ছিলো।
সে বুঝি আর নেয় না খবর আগের মতো?
কষ্ট বুকের নষ্ট করে সুখগুলো সব-
হায় রে ও মন আর কতক্ষণ কাঁদবে বসে?
তাকিয়ে দেখো আকাশ পানে-
কেমন আজব গোমড়ামুখো ভাবখানা ওই ,
খানিকবাদেই কাঁদবে সেও তোমার মতো।
কেউ কী জানে কষ্ট কী তার,
নেই কেন নীল সাদার বাহার?
না না ও মন-কেউ জানে না,কেউ বোঝে না;
তোমার মতো আমার মতো।