বেলা শেষে শিশির এলে
রূপ ভিজিয়ে-'হেসে বলে'
ধান পেকেছে!
সবুজ খামে চিঠি ভরে
হেমন্তকে আদর করে
কে ডেকেছে?
লাল সবুজের বাংলা জুড়ে
কৃষাণ মনের অন্তপুরে
সুখ এসেছে,
ক্ষত শুকায় কাঁটা ঘায়ের
খুশিতে তাই বাংলা মায়ের
মুখ হেসেছে।
গন্ধরাজ আর শিউলি ফুলে
হেসে বলে,'মনের ভুলে'
বেশ করেছে,
নবান্নের ওই খুশির মেলা
হেমন্তের এই সারাবেলা
মন পড়েছে!
@১৮ অক্টোবর,২০১৭ইং