কার্তিকের ভোরবেলায় মুখোরিত পক্ষী কলরবে,
শিশিরের গানে বাজে পাতা ঝরা সবুজের সুর।
খালি পায়ে হেঁটে চলা কৃষকের সুখ অনুভবে ,
ঝলমলে সূর্যের ছিটা ঘাসের ডগায় মুক্তো পুর।
পাকা ধানের সুগন্ধে শিহরিত লোমময় প্রাণে,
কখনো গোমড়া মুখো আকাশে শীতল অনুভূতি।
স্নিগ্ধ আবেশে মোহিত রজনীগন্ধা শিউলি ঘ্রাণে,
বরফ ঠান্ডা বৃষ্টির ফোঁটায় শীতের অনুমতি।
নবান্নের আমেজের হাস্যোজ্জ্বল কৃষাণীর মুখে,
রঙিন স্বপ্ন সাজাতে ব্যস্ততায় অবসর খোঁজ।
ক্লান্ত দিনের গমনে আগত সন্ধ্যা রাতের বুকে,
কুয়াশা ঘেরা জগতে চুলোর পাশেই পিঠা ভোজ।
শীতল বাতাসে বন্ধ দেহখানি জড়সড় হয়ে,
জমানো খোশ মেজাজি গল্পের চলমান আসর।
সময়ের প্রয়োজনে নতুনত্বের ভেলায় বয়ে,
শীত আগমনী বার্তা,পরিশেষে হেমন্ত বাসর।