খেলার মাঠে বলে ব্যাটে
    খোকা বাবুর ঝড়,
পড়তে বসার কথা বললে
     বাবুর আসে জ্বর!
:
বৃষ্টি ভিজে সারাবেলা
    ঠান্ডা লাগে না,
ছাতা নিয়ে স্কুলে যেতে
   শরীর জাগে না!
:
খাবে না সে সময় মতো
   দেখায় নানান ছল,
বকাবকি করলে আবার
   ফেলে চোখের জল!
:
মন যে তার অচিন পাখি
    ফুরুত ফুরুত ওড়ে,
ফোকলা দাঁতে হেসে বলে
     দাঁত নিয়েছে চোরে।
:
না বুঝে সে বোঝায় খানিক
        তালবাহানা যত,
কারও মতো নয়তো সে যে
     নিজেই নিজের মতো।
:
সুযোগ বুঝে পালিয়ে সে
     মাঠে চলে যায়,
অবুঝ মনের দুষ্টু খোকা
   এতেই মজা পায়।