ভুলকে সবাই ঘৃণা করে,
করে অবহেলা।
ভুল ছাড়া কীর্তি মানের
ভাসে না রে ভেলা।
.
ভুল করেছিলো আদম হাওয়া
নির্দেশ ভঙ্গ করে,
তাইতো ধরায় মানব এলো,
ভ্রান্তির পথ ধরে।
.
আঁধারে যেমন কিরণ হাসে,
সঠিক হাসে ভুলে।
ভুল করলে মানব শিখে,
সঠিক কাকে বলে।
.
সঠিক-তো আর দেয় না ধরা;
আপনা আপনি এসে।
সঠিক আছে ভুলের সাথে
প্রেম যমুনায় ঘেসে।
.
ভুল হলো গাছের মূল,
সঠিক হলো পাতা,
ভুল না হলে জীবন খাতায়
যায় না কিছু লেখা।
.
ভুল করে কভু ভয় পেয় না,
হাসবে ভুল করে
জানোনা কি তুমি সঠিক আসে
ভুলের সূত্র ধরে।
.
বিধাতা যেমন মানবের মাঝে,
জ্ঞান করেছেন দান,
ভুল হতে শিখবে সদা
বাড়বে তোমার মান।
.
ভুল হলে তওবা করে
ডাকো আল্লাহ কে ,
অগাধ দয়ালু সে দেখিবেন
ক্ষমা র দৃষ্টিতে।