তিন নদীর মিলন হয়ছে ত্রিবেণীর ঘাটে
হেথায় গেলে ফেঁসে যাবি মরন ফাঁদে
পরিশেষে মায়ার ফাঁদে পইড়া তুই হবি খেপাটে
স্নান করিতে যাস না কেউ ত্রিবেণীর ঘাটে
.
নদী যখন জোয়ার ভাসে, তিন রঙের জল আসে
তলহীন গভীর নদে ডুবে মরবি অবশেষে
গেলে হেথায় ফিরা যে দায় পড়বি ঝঞ্চাটে
স্নান করিতে যাস না কেউ ত্রিবেণীর ঘাটে
.
ফকির খায়রুল ভেবে বলে ত্রিবেণী ঐ মায়ার ঘাটে
মরণ শিকল বাঁধা আছে রূপ রসের তিন কপাটে
দ্বীনের সাধন বিনে উঠবিরে তুই মরার খাটে
স্নান করিতে যাস না কেউ ত্রিবেণীর ঘাটে