কবিতাটি—
"মো: সোহেল রানা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ।  নান্দিনা শেখ আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, নান্দিনা জামালপুর।" — স্যারের জন্য লেখা।
কবিতাটি স্যারের পিতা-মাতার প্রতি উৎসর্গ করলাম।
-----------------------------------------------------------------
শিক্ষাগুরু করেন শুরু
মানুষ হওয়ার পড়া,
সফল যত মানুষ আছে
তারই হাতে গড়া।
.
কষ্ট করে যত্ন নিয়ে
শিক্ষা করেন চাষ,
ফলে সেথায় সোনার ফসল
মিটে মনের আশ।
.
মোদের যত স্বপ্ন আশা
স্যারের হাতেই গড়া,
স্যারের কথা না মানলে
খেতে হবে ধরা।
.
অজ্ঞতাকে দূর  করবেন
এই নিয়েছেন পণ,
ভালোবেসে উপহার দিচ্ছেন
শিক্ষা নামের ধন।
.
হৃদয় ফ্রেমে যতন করি
সোহেল স্যারের নাম,
লেখেছি তা খোদায় করে
রাখতে যে সুনাম।
.
ছাত্র হয়ে ভীষণ খুশি
পেয়ে তার দর্শন,
খোদার রহম তাহার উপর
হোক সদা বর্ষণ।

........
রচনাকাল : ১৫/০৯/২০২২ইং
স্থান : পশ্চিম থুরী, মেলান্দহ, জামালপুর।