রশিদ পুরের রাজকন্যা,
ইলা নামেই জানি।
অভীমানি হয়েও সে;
মিষ্টি কথার বানী।
কাজল কালো আঁখি তার,
নরম ফুলের কায়া।
সবুজ শাড়ি পড়ে সে,
জাগায় মনে মায়া।
কালো টিপে কপাল হাসে,
হলুদ বরন মুখে।
হাসলে তাহার টুল পড়ে,
ভালোবাসার সুখে।
ঠোঁটে তাহার গোলাপ হাসে,
কানে নাচে দুল।
সবুজ ঘোমটায় তারে যেন,
লাগে গোলাপ ফুল।
কৃষ্ণ কালো চুল তাহার,
খোঁপায় বকুল মালা।
এক মুহূর্ত না দেখলে যে;
বাড়ে বুকের জ্বালা।
তাকে পেলে ধন্য আমি,
ধন্য হবে মন।
ভালোবাসার ছুরি দিয়ে,
করেছে মোরে খুন।
--
রচনাকাল- ১২-০৫-২০২০