আধার রাতে চাঁদের কিরণ,
পাশে থাকা ফুল;
ফুলের গন্ধে মুগ্ধ  আমি,
নাই যে মোর  কূল।
.
অদ্ভুত ফুলের পাপড়ি বর্গ,
সুন্দর তাহার কাণ্ড।
সাধ জাগে  ভ্রমর রূপে,
নিতে ফুলের হর্ষ।
.
তাজ্জব ফুলের পাতার কর্ম,
অলক্ষ্য তাহার মূল।
আক্ষেপ আমার মনের গল্পে
ছিলো কিছু ভুল।
.
ভ্রান্তির পথে জীবন আমার,
কালো ধোঁয়ার আকাশ,
ভাঙ্গা তরির মাঝি আমি
নাই সুখের আবাস