.
লতার গায়ে শীতল পাতা
শিশির ভেজায় চুল।
লতার প্রেমে পড়ে আমি
করি নাই তো ভুল।
.
কাজল কালো আখি যে তার
মেঘ বরণ কেশ।
হলুদ শাড়ি পরে তাকে
লাগে দারুণ বেশ।
.
প্রথম দেখায় পাগল হয়ে
বেসেছি যে ভালো।
মনের আধার ঘরে, লতা-
পূর্ণিমারি আলো
.
মুখে যে তার গোলাপ হাসে
নরম ফুলের কায়া।
মধুর সুরে কথা বলে
জাগায় মনে মায়া।
.
লতার প্রেমে পাগল আমি
হয়ে প্রণয় কবি।
ভালোবাসার ছন্দ লেখি-
মনে আঁকি ছবি।
.
ইহকালে-পরকালে,
তাকে আমি চাই।
লতা হীনা জীবন আমার
বাচার উপায় নাই।
রচনাকালঃ- ২২/০৯/২০২০
সময়ঃ- ১১.০৯ (PM)
স্থানঃ- পশ্চিম থুরী