(গীতিকবিতা)


খাঁচা থেকে পরাণ পাখি যেদিন উঠে যাবে
স্বাদের এই মানবজনম মূল্যহীনা হবে,
তবু কেন সাজায় বাসর মিছে ভবের ঘরে
মাটির দেহ মাটিই খাবে যখন যাবো মরে।
.
দেহের ভিতর রুহু যেদিন আর দিবে না ছাড়া
সেদিন সবাই বলবে আমায়,আমি গেছি মারা
সাদা কাপরে সাজাবে আমায় অতি যত্ন করে
মাটির দেহ মাটিই খাবে যখন যাবো মরে।
.
বড় মায়া কইরা দয়াল মানুষ বানাইছে!
দুই দিনের আয়ু দিয়া এই ভবে পাঠাইছে!
.
কবর হবে শেষ ঠিকানা থাকবো জনমভর
খাঁচার পাখি দিবে ফাঁকি আমায় করে পর
কয় খায়রুলে কী আর হবে বাড়ী গাড়ি করে?
মাটির দেহ মাটিই খাবে যখন যাবো মরে।


.........
রচনাকাল : ১৫/১০/২৪ (টংগী, গাজীপুর)
উৎসর্গ : বাবা তোমার দুটি পায়