.
ভালোবাসা মানে তবে,
পরম অভিসন্ধি।
স্বল্পে অধিক মায়া জন্মে,
বেশিতে অভিস্যন্দী।
.
দু-এক দিন দেখা না পেলে;
প্রেম হয় অরতি।
আবার সেই প্রেম আদি হলে,
প্রিয়তমা হয় অরাতি।
.
তাহলে কী প্রেমের সংজ্ঞা
আসলেই এমন?
না কি কালের সাথে এটাও
হয় পরিবর্তন।

রচনাকাল : ১১/০২/২২ইং
সময়: ১১:২২ (PM)
উৎসর্গ: নিভে যাওয়া সুখ তাঁরা (লতা)