রঙ্গিন কাগজ, আমার বাড়ি
কেন আস না ভাই?
সবার ঘরে তোমার ছায়া
আমার বাড়ী নাই।
.
আমি না হয় কৃষক-চাষা
ভাঙা ঘরে থাকি।
ধনীর কাছে আপোষ করো
আমায় দিয়ে ফাঁকি।
.
জামাই আদর করবো তোমায়
রাখবো সিন্ধু-ঘরে।
অভিমানটা ভুলে এবার
দাও হে ধরা মোরে।
.
তুমি হীনা জীবন একা
শূন্য যে মোর ঘর।
তোমার জন্য কাছের মানুষ
করলো মোরে পর।
ঘর ছাড়িলাম, পথিক হলাম
ত্যাগ করে সব মায়া।
তোমার চিন্তায় ঘুম আছে না
নষ্ট হলো মোর কায়া।
......
রচনাকাল : রাত ১২.৩০ (AM)