বেকার থেকে সফল হবো
এই মোদের অঙ্গীকার।
কবর দিবো দৈন্য এবার
আলোয় ভিজবে যত ম্লান।
.
শিখবো যত,জানবো তত,
সফল হবে শেষে।
নিজের জীবন, নিজেই গড়বো,
বাঁচব হেঁসে-খেলে।
.
নিজের হাতে গড়বো মোরা
ভালোবাসার স্বপ্ন।
সফল পথে হাঁটব মোরা
ভাঙ্গব যত দ্বন্দ্ব।
.
কষ্ট করবো, সফল খোঁজবো
আসুক যতই বাধা।
দেখবে সবাই অবাক হয়ে,
মোরা সফলের দাদা।
.
শূন্য মনে পূর্ণ হবে-
গড়বো জ্ঞান-পাহাড়।
সেথায় হবে সোনার ফসল
বেকার পাবে আহার।
রচনাকাল: ০৬/০৩/২০২১ (রাত ২.০০)