অচেনা ছিলে ভালোই ছিলে;
জমতো কতো কথা।
চিনার পরে এখন দেখি;
কয়না অতো কথা।
আমি না হয় রেগে গিয়ে বলছি,
কটু কথা!
তাই বলে কি পাগলী মেয়ে,
ত্যাগ করবে আশা।
তুমি খুব মিষ্টি মেয়ে,
কাজল কালো আঁখি।
মায়া বাড়াও সবার চোখে;
তাই তোমায় ভালোবাসি।
তোমার গানে শালিক নাচে,
হাসে গোলাপ ফুল।
সেই সুরে মুগ্ধ হয়ে,
আমি হারায় হুঁশ ।
...….............................
রচনাকাল: ০৪/০৭/২০১৯ইং