অভিমানী মন নিয়ে,
থাকিস না আর বসে।
বন্ধুরে তোর অভিমানে
আমার মন যায় খসে।

শত ব্যাথা বুকে নিয়ে
তোর খুশিতে হাসি
অভিমান করলে যে; মোর-
গলায় পড়বে ফাঁশি

ভুল-ভ্রান্তি হয়ে যায়
কথা বলার মাঝে।
রাগ করে থাকিস না আর
নতুন কোনো সাজে।

তোর হাসিতে দুখের মাঝে
সুখের নৌকা টানি।
তোর বায়নায় মেলা থেকে,
লাল শাড়ি আনি।

তবে কেন রাগ করে,
থাকিস মিছে দূরে।
অভিমানটা ভুলে তুই,
আয় মনের ঘরে।


রচনাকাল : ২৫ জুন, ২০২০