(গীতিকবিতা)

এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে।
পিতা মাতার দেওয়া সম্পদ ভবেই রইয়া যাবে।

মিছে সংসার মিছে মায়া মিছে বাড়ি গাড়ি।
আমি মরলে ভাগী শরিক করবে ভাগা ভাগি।
আমার গড়া ধন সম্পত্তি ভাই ভাতিজাই খাবে।

বেঁচে থাকবো কাগজ কর্মে দেহ মাটি খাবে।
রুহু আমার পরকালে নামটাই থাকবে ভবে।
আজ মরলে কালকে সবাই আমায় ভুলে যাবে।


.......
রচনাকাল : ১৫/০২/২০২৪
সময় : মধ্যরাত—২.৩০
স্থান : নিজগৃহ