মুঠোফোনে আছ তুমি,
হোম স্ক্রিনে ভেসে,
আমার পানে চেয়ে আছ
মুচকি হাসি হেসে।
চোখটা তোমার মায়ায় ভরা;
কণ্ঠে মধু ভাসা
তোমায় দেখে মনে আমার;
জাগে কত আশা।
ইচ্ছাগুলো স্বপ্ন হয়ে-
বুনেছে সুখের জাল।
ভালোবেসে তোমায় আমি;
ধরবো সুখের হাল।
ঠোঁটে তোমার গোলাপ হাসে,
পড়ে লাল শাড়ি।
তোমার রূপে মুগ্ধ হয়ে,
ঘুম দিয়েছে আড়ি!
মুঠোফোনে প্রথম যে দিন;
বললে তুমি কথা।
কণ্ঠে তোমার পাগল হয়ে,
ভুলেছি শত ব্যথা
মুগ্ধ হলাম তোমার রূপে,
পেলাম পরীর দেখা!
তুমি হীনা জীবন আমার,
হবে শূণ্য একা।
-
রচনাকাল:১৯.০৫.২০২০