ও মন জানো না, মরন কারো কথা শুনে না
.
দুই দিনের এই দুনিয়াতে করেছো কতো লড়াই।
ক্ষমতা পেয়ে তুমি করেছো যে বড়াই।
ক্ষমতার এই বাহাদুরি তোমার আর রবে না,
ও মন জানো না, মরন কারো কথা শুনে না।
.
ঘুষের টাকায় করছো বাড়ি, কিনছো দামী গাড়ি।
পরের জমি কেড়ে নিয়ে করছো জমিদারী।
সাড়ে তিন হাত মাটির ঘরে হবে তোমার ঠিকানা।।
.
গরীব দুঃখীর রিজিক নিয়ে করছো বাড়াবাড়ি
খোদার দেওয়া নিষেধ কর্মে দিছো জীবন পাড়ি।
বিচার দিনে আমল বিনে রেহায় তুমি পাইবা না।।
.
রং তামাশায় মেতে থেকে দিছো নামায ফাঁকি।
কখন জানি উরাল দিবে তোমার পরাণ পাখি।
বেঁচে থাকার জন্য তুমি যতই করো বাহানা ।।
.
কোরআন হাদিশ নিত্য বলে ঈমান ছাড়া মরন হলে,
যতই কান্দো রোজ হাশরে ক্ষমা কিন্তু পাইবা না।।



রচনাকাল : ০৮/০৪/২০২৪ (নিজগৃহ)