ভবের মায়ায় নষ্ট হইলো মাটির খাঁচার হিয়া
মহো নদী বাইতে বাইতে নষ্ট করলাম কায়া
.
ভালোবাসার ব্যাধি দিয়া পাঠাইলা মিছে ভবে
মনেতে বাসনা দিলা,কেমনে সাধনা হবে
দুই দিনের জীবনে দয়াল কেন দিলা মায়া
.
খিদে দিলা, অন্তর দিলা, দিলা আরো সংসার
ইচ্ছে স্বাধীন বাঁচতে দিয়াও নিয়ম দিছো আবার
সংসার নামের বুঝা দিয়া দিছো ছাড়িয়া
.
ফকির খায়রুল ভেবে বলে
সাধন করো সময় থাকতে—ধরে গুরুর পায়া


.....
গীতিকবিতা : মাটির খাঁচার হিয়া
গীতিকবি : ফকির খায়রুল
রচনাকাল : ০১/১১/২৪(টংগী,গাজীপুর)