মনু রে........
আরে....ও মনুরে........
মাটির দেহ মাটিই খাবে
কিসের এতো বড়াই।
এই দুনিয়া ছাড়তে হবে
যতই করো লড়াই।
বাড়ি গাড়ি জমিদারি
সবিই রবে পরে।
এই সম্পদ নয় তো তোমার
একদিন যাবে মরে।
বড়ই পাতার গরম জ্বলে
গোসল তোমায় দিবে।
দামি দামি গয়না পোশাক
সবিই নিবে খুলে।
ভাইয়ে কানবে, বোনে কানবে
কানবে দুঃখী মা।
বন্ধু বান্ধব সবাই কানবে
পড়বে জানাযা।
খায়রুলে কয় কি আর হবে
এতো কিছু দিয়ে।
দুই দিনের এই দুনিয়াতে
সবিই রবে পড়ে।