গণিত শেখা বড়ই কঠিন
শিক্ষার্থীরা কয়,
লেখাপড়ায় মন না দিলে
ঠিক এমনই হয়।
জ্ঞান-বিজ্ঞানের রানি গণিত
শিখতে বড়ো সোজা,
সঠিক শিক্ষার অভাব বোধে
মাথায় পড়ে বোঝা।
বীজগণিত ও পাটিগণিত
আরো কত জ্ঞান,
গণিতে সফল হতে হলে
চায় বেইসিক জ্ঞান।
খায়রুল ফকির ভেবে বলে
গণিত পড়ো বুঝে,
অনুশীলন ও মনোযোগে—
মজা পাবে খুঁজে।
.
সাধারণ গণিত কঠিন লাগে
আরো আছে উচ্চতর,
গণিত সাধন করো তুমি—
হবেই তবে সফল।
........
রচনাকাল : ২০/০১/২০২৩
স্থান : নিজগৃহ।