(নাশিদ)
নিখিল জাহান আকাশ বাতাশ সবই তোমার দান
খোদা তুমি দয়াময়ী তুমিই মেহেরবান
ও খোদা তুমিই রহমান।
তোমার দয়ায় সূর্য হাসে, হাসে রাতের চাঁদ
তোমার কথায় রাত্রি শেষে আসে রাঙা প্রভাত
তোমার প্রেমে ভোরের পাখি গায় তোমার গুনগান
তুমিই মেহেরবান ও খোদা তুমিই রহমান
তোমার দয়ায় মহাকাশে ঘুরছে সৌরজগৎ
খোদা তুমি মহাজ্ঞানী, তুমিই রহমত
সৃষ্টির প্রমান তোমার বানী, তোমার আল-কুরআন
তুমিই মেহেরবান ও খোদা তুমিই রহমান
.........
রচনাকালঃ- ১৮/০৫/২৪ইং (নিজগ্রহ)