এই যে জীবন, জীবন নয় তো
শুধুই খেলাঘর।
মিছে আপন সবাই বলে
স্বার্থে করে পর।
দুই দিনের এই দুনিয়াতে
বাঁচবে কত দিন।
সময় হলেই ডাকবে তোমায়
শেষ বিদায়ের বীণ।
ভাই বলো বন্ধু রে বলো
কেউ তো আপন নয়
মিছে মায়া ভালোবাসায়
শুধুই জীবন ক্ষয়।
শিশু কালে অবুঝ তুমি
যৌবন যাবে রসে।
বৃদ্ধ কালে আবার শিশু
সাধন করবে কিসে?
খায়রুল ফকির ভেবে বলে
ধরো গুরুর সাধন।
সময় গেলে আর পাবে না
ঐ না দ্বীনের সাধন।