মা জননী বাঁইচা থাকতে কেন চিনলা না?
মইরা গেলে কাইন্দা ভবে ফিরা পাইবা না ||
.
কত কষ্ট কইরা তোরে করছে লালন-পালন।
সেই মায়েরে দুঃখ দিতে বাঁধে না কী মন?
তোর, বাঁধে না কী মন?
বাঁইচা থাকতে মায়ের কদর কেন খুঁজলা না? ||
.
দশ মাস দশ দিন যে মায় গর্ভে দিছে ঠাঁই।
নিজের জীবন বাজি রাইখা আনছে দুনিয়ায়।
তোরে, আনছে দুনিয়ায়!
সেই মায়েরে দুঃখ দিলে জান্নাত পাইবা না। ||
.
দেহ যেমন রুহু বিনা মূল্য থাকে না,
মা বিহনে সংসারে সুখ হতে পারে না।
কভু, হতে পারে না।
খায়রুলের এই কথাটুকু কেউ বুঝলো না! ||
....
রচনাকাল : ০৫-০৩-২০২২ (নিজগৃহ)
উৎসর্গ : লেখকের মামার প্রতি