জীবন রে......আরে ও জীবন রে.......
মাটির দেহে যতন করে পৌষিলাম আদরে
সেই দেহরে কেমন করে রাইখা যাইবা দূরে
চইলা যাইবা আমায় রাইখা মায়া বাড়াইয়া
আমায় যদি যাও ছাড়িয়া, বাচমু কী করিয়া

ধরা যদি যাইতো তরে আদরো করিয়া
আমার মনের ঘরে তরে রাখিতাম বাধিয়া
যতই মিনতি করতি তুই দিতাম না ছাড়িয়া

দিনের বুকে চন্দ্র যেমন দুঃখ নিয়ে ফুটে
তুই বিহনে মাটির দেহ যেন মরকুটে

ফকির খায়রুল কয় কান্দিয়া ওরে জীবন তোরে
থাইকা যানা সারাজনম এই না মাটির ঘরে
তোরে  নিয়া কতো স্বপ্ন যাসনা পালাইয়া



রচনাকাল : ১৭/০৪/২০২৪
সময় : রাত   ১ : ১৭ মিনিট