হে মানব–
করোনা আসার পরেও,
শিক্ষা হলো না তোমার।
সুযোগ বুঁজে কসে নিচ্ছ;
গরীর-দুঃখীর আহার।

একবারও কি ভেবেছ তুমি;
দরিদ্র পেটের জ্বালা।
তাদের হক কেড়ে নিয়ে,
করছ রং-তামাশা।

গরীবের সম্পদ লুটে তুমি,
করছো দালান-গাড়ি।
মৃত্যু তোমায় উপহার দিবে;
সাড়ে তিন হাত বাড়ি।

সেই ঘরেতে কেউ রবে না,
পাবে না কোনো  টাকা।
মাটির সাথে মিশে যাবে,
আমল খাতায় থাকে যদি ফাঁকা।

প্রভুর ভয় মনে নিয়ে;
জাগো তুমি তবে ;
সৎকর্মে বেঁচে থাকো,
হাজার গরীবের বুকে।

তুমি জাগলে মিটবে তবে;
গরীবের  পেটের ক্ষুধা।
প্রমাণ করো আবার তুমি,
মানুষ সকল সৃষ্টির সেরা।




...................................
রচনাকাল:- ২০ এপ্রিল ২০২০ইং/ ৭ বৈশাখ ১৪২৭
সময়:ভোর ৫.৪৫