ঈদ মানে; রমযানের সেই উপবাসের পরিণাম।
ঈদ মানে; কান্না ত্যাগে হাসির শিরোনাম।
ঈদ মানে; ঘরের সেই ছোট্ট শিশুর নতুন বায়না  ধরা।
ঈদ মানে; বন্ধু তোমার সাথে অচেনা দেশে ঘোরা।
.
মাঠে–ঘাটে, বাজার-বন্দরে মুসলমানদের হাসি,
ঈদ মানে; আনন্দ আর আড্ডার বৈঠকখানি।
.
ভোর সকালে নতুন জামা আর গুরু জনের সেলামি,
ঈদ মানে; ইসলামের সমাবেশের কাহিনী।
.
গায়ের রাখাল ছেলে সে-ও দেখে রাজপুত্র হওয়ার স্বপ্ন।
ঈদ মানে; গরিব-ধনী ভেদাভেদ ভুলার মুহূর্ত।
.
আল্লাহ'র হুকুমে রমযান মাসে ত্রিশ রোযা রাখা
ঈদ মানে; ভেদাভেদ ভুলে একসাথে সালাত আদায়  করা।
.
খোদার আজ্ঞা'য় গরীব–দুখীদের মাঝে  যাকাত প্রদান করা।
ঈদ মানে ; পথ শিশুর মুখে নতুন হাসির মেলা।
.
ঈদ মানে; শাওয়ালের বুকে প্রথম চাঁদের হাসি।
ঈদ মানে; দুঃখ ভুলে সুখের সাগরে ভাসি।  
ঈদ মানে; রমযানে সালাতে তারাবীর আলো।
ঈদ মানে; প্রাণের চেয়ে আল্লাহ'কে বাসি ভালো।



---
রচনাকাল:-২২.০৫.২০২০ইং