(গীতিকবিতা)

দুঃখরে তুই কেন এতো আসিস বারে বারে?
আমায় কষ্ট দিতে কী তোর এতোই ভালো লাগে?

ভালো যদি লাগে আমায় থাক না জনম ভর!
ঘর বাধিবো তরি সনে সুখ রে করে পর।
আর কতো  ব্যাথা দিবি দুহায় তোরি লাগে।।

সুখের সনে প্রেম যমুনায় যখন থাকি ডুবে,
তখনি তুই দিস রে বাধা হিংসায় যাস মরে।
তোর যন্ত্রণায় মনে আমার মরার স্বাদ জাগে।।



রচনাকাল : ০১/০১/২০২৪ (নিজগৃহ)
উৎসর্গ: লেখকের মায়ের প্রতি।