(গীতিকবিতা)
অন্তরেতে অন্তর পৌষি সুখ পাবার আশে
তবু সুখ দেই না ধরা দুঃখই ফিরে আসে।
সুখের জন্য করি কত নানান বাহানা।
এ সংসারে আমি সুখ পাইলাম না।।
মিছে মায়ার এ সংসারে সবি হলো মিছে,
বেলা আমার ডুবে যাচ্ছে ছুটতে সুখের পিছে।
সুখের দেখা এ জিবনে আর কী পাবো না?
দুখের কপাল দুঃখের জীবন সুখ কী আর পাবো?
সুখের লাগি হয়তো একদিন আমিই মরে যাবো!
সুখের বদল এ জীবনে পেলাম যন্ত্রণা।।
ফকির খায়রুল ভেবে বলে সুখ নাই এ সংসারে
আছে যন্ত্রণা শুধু আছে যন্ত্রণা।
...
রচনাকাল : ২৮-১২-২০২৩