রঙিন দুনিয়ায় আমি এক
সাদাকালো দৃশ্য।
সুখের খুঁজে হলাম শেষে
দুঃখ গুরুর শিষ্য।
দুঃখ কিনি দুঃখ বেচি—আমি
দুঃখের দোকানদার।
সুখের পণ্য নাই দোকানে
শুধুই দুঃখেরি কারবার।
সেই দোকানের কর্তা আমি
শ্রমিক গোটা চার।
ঘামের জোরে দুঃখ বেচি—
তবুও রাখে ধার।
আর কতো সইবো দয়াল
নাই দেহ-হৃদে বল।
গরিব চামড়ায় ধনীর জুতা
আর চলবে কত বল।
দুখের সাগরে সাঁতার কাটি
ডুব দিয়ে না পাই তল।
অপার হয়ে বসে আছি—
খোদা, তুমিই শেষ সম্বল।
রচনাকাল: ১৮/০৯/২৩