জীবন খাতায় লেখা যদি
পেন্সিলের হতো।
ইচ্ছা স্বাধীন রাবার দিয়ে
মুছতাম শত শত।

অভিশপ্ত জীবন গাঁথা
আছে যত গ্লাণি।
সকল কষ্ট মুছে দিয়ে
লেখতাম সুখের বাণী।

ধনী হওয়ার সকল বাক্য
নিতাম খাতায় লিখে।
জবাব দিতাম উঁচু হয়ে
নিতাম তোমায় কিনে।

তোমার দাম কতই আর? সে তো
হাতের ডগায় জানা
এমন টাকার পাহাড় গড়তাম
শেষ হতো না গুণা।


রচনাকাল : ২১/০৮/২২ইং (সকাল ৬.০০)